চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজের জন্যে ঘোষিত দলে নেই তাসকিন আহমেদ। এবার চোটে পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম।
আজ রবিবার (২৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোটে পড়েন শেখ জামালের এই দুই খেলোয়াড়। এরমধ্যে মুশফিকের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও মিরাজকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেএসপিতে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় মৃত্যুঞ্জয়ের করা বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। ব্যথা পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই স্পিনার। পরে দ্রুত দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। এরপর হাসাপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে।
মিরাজের আগে পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। তিনিও ব্যথা পেয়ে হাঁটেন ড্রেসিংরুমের পথে। মুশফিক-মিরাজের চোট নিয়ে দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। আর মিরাজের আঙুল একটু ফেটে গেছে। আর আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে।’
এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের দলে মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ দুজনই আছেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh