Logo
×

Follow Us

খেলাধুলা

আইপিএলে যাচ্ছেন আরো এক বাংলাদেশি

Icon

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:৫৯

আইপিএলে যাচ্ছেন আরো এক বাংলাদেশি

শারমিন আক্তার সুপ্তা। ছবি: সংগৃহীত

মেয়েদের আইপিএলের গত আসরে সালমা খাতুন ও জাহানারা আলম এই দুই বাংলাদেশি নারী ক্রিকেটার খেলেছিলেন। এবারের আসরে ফের সালমা খাতুনকে নিতে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে বিসিসিআই বাংলাদেশি ব্যাটার শারমিন আক্তার সুপ্তাকে ডেকেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে যাচ্ছেন সুপ্তা।

এ দুজনকেই অনাপত্তিপত্র দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বিসিসিআই। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে। আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে।’

চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর। আগেরবার সালমা খেলেছেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার ঠিকানা ছিল ভেলোসিটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫