Logo
×

Follow Us

খেলাধুলা

ডেভিড মুর বিসিবির হেড অব প্রোগ্রাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৪:০৬

ডেভিড মুর বিসিবির হেড অব প্রোগ্রাম

ডেভিড মুর। ফাইল ছবি

‘হেড অব প্রোগ্রাম’ হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদের জন্য দুই বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আগামী মাসেই কাজ শুরু করবেন ডেভিড মুর।

জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে তদারকি আর সমন্বয়ের লক্ষ্যে ‌‌কাজ করবেন ডেভিড মুর।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি আর পাইপলাইন মজবুতে বাংলাদেশ টাইগার্স গঠন হয়েছিল আগেই। কার্যক্রমে গতি আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। টাইগার্সের পাশাপাশি, এইচপি টিম ও গেম ডেভেলপমেন্ট প্রোগাম সমন্বয়ে নিয়োগ দেওয়া হচ্ছে হেড অফ প্রোগ্রামস।

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলা মুর, ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্বে ছিলেন ২০০৭ সালে। এছাড়া কাজ করেছেন নিউ সাউথ ওয়েলস ক্রিকেট পারফরম্যান্সের জিএম হিসেবে।




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫