Logo
×

Follow Us

ক্রিকেট

বিপিএলে সাকিবের ২০০০ রান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ২২:১৭

বিপিএলে সাকিবের ২০০০ রান

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

পঞ্চম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা সাকিব।

৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কায়  টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের আগে বিপিএলে দুই হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। 

৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।

সূত্র: বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫