বিপিএলে সাকিবের ২০০০ রান

পঞ্চম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা সাকিব।

৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কায়  টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের আগে বিপিএলে দুই হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। 

৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।

সূত্র: বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //