বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি।
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্ব শেষে ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ পর্ব। মাঝে কয়েকদিন বিশ্রাম নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায় প্রত্যাবর্তন হবে বিপিএলের। তবে এর আগেই চলতি বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ডেকে পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বিপিএলে প্রতিটি দলেই রয়েছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। তাদের পারফরম্যান্সও বেশ ভালো। ইতিমধ্যেই তিনটি শতরান হয়েছে বিপিএলে। যার সবকটি এসেছে পাকিস্তানি ব্যাটারদের ব্যাট থেকে। এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটও পেয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।
আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই পিসিবি বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়বেন তারা। এবারের বিপিএলে সবচেয়ে বেশি পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন কুমিল্লাতে। মোহাম্মদ রিজওয়ান ছাড়াও কুমিল্লায় রয়েছেন খুশদিল শাহ, হাসান আলি, নাসিম শাহ এবং আবরার আহমেদ।
বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, আবরার আহমেদ ও নাসিম শাহ।
সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস ও ইমাদ ওয়াসিম।
ঢাকা ডমিনেটর্স: শান মাসুদ, আহমেদ শেহজাদ ও সালমান ইরশাদ।
ফরচুন বরিশাল: ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও হায়দার আলী।
খুলনা টাইগার্স: ওয়াহাব রিয়াজ, আজম খান ও এমাদ বাট।
রংপুর রাইডার্স: শোয়েব মালিক, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান ও খাজা নাফে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিপিএল পিএসএল পাকিস্তানি ক্রিকেটার বিসিবি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh