বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার পর সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ঘোষিত সেই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার। 

আজ সোমবার (৩০ জানুয়ারি) এই একাদশ ঘোষণা করে আইসিসি।

একাদশে সর্বোচ্চ তিনজন করে সুযোগ পেয়েছে ভারত ও ইংল্যান্ড থেকে। সেরা একাদশে ভারত ও ইংল্যান্ডের ছাড়াও একজন করে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে। এছাড়া পাকিস্তানের একজনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

দলীয় পারফরম্যান্সে এবারের বিশ্বকাপে বাংলাদেশ বেশি সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার। যুবা মেয়েদের প্রথম এই বিশ্বকাপে স্বর্ণা ১৫৭.৭২ স্ট্রাইক রেটে ৫ ম্যাচে করেছেন ১৫৩ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ছক্কাও এসেছে এই স্বর্ণার ব্যাট থেকে। 

অনূর্ধ্ব-১৯ নারী  টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ: 

শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //