নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৪
-63daa51b28c1c.jpg)
শুভমান গিল। ছবি: সংগৃহীত
শুভমান গিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৮ রানের রেকর্ড গড়া জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত (২-১)। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারত বিশ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ২৩৪ রান। জবাবে শুরু থেকেই খেই হারানো নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১২.১ ওভারে অলআউট হয় ৬৬ রানে।
বড় টার্গেটে খেলতে নেমে ভারতের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারেল মিচেল। অধিনায়ক মিচেল সান্টনার করেন ১৩ রান। বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মিছিলে।
বল হাতে ভারতের হয়ে ৪ ওভারে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর্শদ্বীপ সিং, উমরান মালিক, শিভাম মাভি দুটি করে উইকেট নেন। অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতের হয়ে সেঞ্চুরি করা শুভমান গিল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় ভারত। ত্রিপাতির সঙ্গে শুভমান গিলের ব্যাটিং স্বস্তি এনে দেয় স্বাগতিকদের। ২২ বলে ৪৪ রান করে ফেরেন ত্রিপাতি।
তবে ব্যাট হাতে ঝড়ো শতক উপহার দেন শুভমান গিল। ৩৫ বলে ফিফটি করা গিল শতক পূর্ণ করেন মাত্র ৫৪ বলে। শেষ পর্যন্ত ৬৩ বলে অপরাজিত থাকেন ১২৬ রানে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ইনিংসে গিল হাঁকান ১২টি চার ও সাতটি ছক্কা। হার্দিক পান্ডিয়া ৩০, সূর্যকুমার যাদব ২৪ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন দীপক হুদা।