ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন স্পিনার ও দুই স্পিনার খেলাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
তামিম ইকবালের ইচ্ছায় একাদশে রয়েছে তাইজুল ইসলাম দলের অপর দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দলের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ইংলিশদের বিপক্ষে সাত ব্যাটার নিয়ে লড়বে টাইগাররা। দলের হয়ে উদ্বোধন করবেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে দলে ডাক পেলেও, অভিষেকের জন্য অপেক্ষা করতে হচ্ছে তৌহিদ হৃদয়কে।
প্রথম ওয়ানডেতে দুই দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড: জেসন রয়, ফিলিপ সল্ট, দাবিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), উইলস জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh