Logo
×

Follow Us

খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১৫:০২

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস করছেন সাকিব আল হাসান ও জস বাটলার। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়।

টি-টোয়েন্টির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ পরাজিত হয় টাইগাররা।

এদিকে, আজকের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বিপিএল দুর্দান্ত পারফর্ম করা তৌহিদ হৃদয়ের। 

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে নতুনভাবে চেনান তৌহিদ হৃদয়। এই টপ অর্ডার ব্যাটার গত আসরে ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাটিং করে প্রায় ৩৭ গড়ে করেছেন ৪০৩ রান। যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। আসরে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৪০ স্ট্রাইক রেটে।

অন্যদিকে, আট বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। এছাড়া নুরুল হাসানকে বাদ দিয়ে একাদশে নেয়া হয়েছে তরুণ শামিম হোসেনকে।

বেন ডাকেট ও ক্রিস জর্ডান দুজনই আছেন প্রথম ম্যাচের ইংল্যান্ড একাদশে। অভিষেকের অপেক্ষা বাড়ছে রেহান আহমেদের। 

শর্টার ফরম্যাটে ইংল্যান্ড দলটাও টাইগারদের কাছে অনেকটা নতুন। টি টোয়েন্টিতে মাত্র একবার দেখা হয়েছিল। ২০২১ বিশ্বকাপে ৮ উইকেটের হার ছিল টিম বাংলাদেশের। ইংল্যান্ড সবশেষ দশ ম্যাচে হেরেছে মাত্র একবার।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শামীম হোসেন।

ইংল্যান্ড একাদশ:

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড ম্যালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫