ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে রবিবার (১২ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসাইনের পরিবর্তে দলে ফিরেই জ্বলে উঠলেন এই তারকা।
হোম অব ক্রিকেট মিরপুরে রবিবার ইংলিশদের বিপক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন মিরাজ। ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ।
ঘরের মাঠে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় বাটলার বাহিনী।
ম্যাচের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ইংলিশরা। দলীয় নবম ওভারে মিরাজকে আক্রমণে আনেন সাকিব। প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন এই স্পিন অলরাউন্ডার। ওয়ানডাউনে নামা মঈন আলি লেগ সাইডের বল স্লাগ করে ডিপ মিডউইকেটে ফিল্ডারের কাছে ক্যাচ দেন। প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে এক উইকেট নেন মিরাজ।
এরপর ১১তম ওভারে আবারো বোলিংয়ে আসেন তিনি। এবার মাত্র ৪ রান খরচ করলেও উইকেটের দেখা পানানি। তবে নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন মিরাজ। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন স্যাম কারান। ফলে বুদ্ধি করে লাইন পরিবর্তন করেন মিরাজ। শেষ মুহূর্তে নিজের অবস্থান ঠিক রাখতে পারেননি কারান। স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
একই ওভারের চতুর্থ বলে আবরও মিরাজের বলেই স্ট্যাম্পড হন ক্রিস ওকস। সামনে গিয়ে খেলতে গিয়ে বল মিস করেন তিনি। প্রথম দফায় ধরতে না পারলেও দ্বিতীয় দফা ধরে স্ট্যাম্প ভেঙে দেন লিটন। তার সর্বশেষ শিকার ক্রিস জর্ডান। তুলে মারতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন এই ইংলিশ পেসার। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh