সিরিজ জয়ের পর যা বললেন পাপন

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারলেও টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে ৩টি টি-টোয়েন্টির সিরিজে এক ম্যাচ হাতে রেখেই এ বিজয়।

তবে চার-ছক্কার এই যুগে মিরপুরের মন্থর উইকেটে প্রতিপক্ষের ১১৭ রানের সহজ লক্ষ্যটা জিততে বেশ বেগ পেতে হয়েছে সাকিব আল হাসানদের। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 

টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক কমই পাওয়া গেছে। অনেকের মতো নাজমুল হাসান পাপনও ছিলেন এই কাতারে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আমরা কোচিং স্টাফ পরিবর্তন করলাম, হঠাৎ করে শ্রীরাম শ্রীধনকে নিয়ে আনলাম এবং যারা টি টোয়েন্টিতে ভালো খেলছে তাদের সুযোগ দিলাম। তবে এত তাড়াতাড়ি ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতব সেটা ভাবিনি। 

সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের চোখ থাকবে ইংলিশদের ধবলধোলাই করার। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে সেই সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //