হারের পাশাপাশি আরও বড় দুঃসংবাদ টাইগার সমর্থকদের জন্য। কিউইদের বিপক্ষে ম্যাচ শেষেই হাসপাতালে গেছেন সাকিব আল হাসান।
ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিলো। যার কারণে ম্যাচ পরবর্তী কনফারেন্সে তিনি আসতে পারেননি।
তার জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এ সময় বাংলাদেশ দলের সহকারী এই অধিনায়ক বলেছেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।
বোলিং চলাকালেই বুঝা যাচ্ছিলো কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। আর শান্তর কথায় সাকিবের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় হারের মুখ দেখেছে বাংলাদেশ। ৪৩ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh