Logo
×

Follow Us

খেলাধুলা

হাসপাতালে সাকিব আল হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ২৩:০৮

হাসপাতালে সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

হারের পাশাপাশি আরও বড় দুঃসংবাদ টাইগার সমর্থকদের জন্য। কিউইদের বিপক্ষে ম্যাচ শেষেই হাসপাতালে গেছেন সাকিব আল হাসান।

ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং ইনিংস চলাকালে পেশিতে টান পড়েছিলো। যার কারণে ম্যাচ পরবর্তী কনফারেন্সে তিনি আসতে পারেননি।

তার জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এ সময় বাংলাদেশ দলের সহকারী এই অধিনায়ক বলেছেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে হাসপাতালে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

বোলিং চলাকালেই বুঝা যাচ্ছিলো কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। আর শান্তর কথায় সাকিবের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় হারের মুখ দেখেছে বাংলাদেশ। ৪৩ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫