অধরা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংলিশদের সামনে লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা। অপরদিকে আফগানদের লক্ষ্য হারের বৃত্ত ভেঙে অধরা জয় বের করে আনা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাওয়িড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম ক্যারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রাশিদ ও রিস টপলি।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh