প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে বিশ্বকাপে হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে ধর্মশালায় নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরইমধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।
তবে বৃষ্টির হানায় নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। এ ম্যাচের আগে সোমবার সেখানে হয়েছে বৃষ্টি। এতে মাঠের আউটফিল্ডের অবস্থা আরও শোচনীয়। এদিন সকালেও বৃষ্টি হয়েছে। ফলে ঢেকে রাখা হয়েছে মাঠের পিচ। যে কারণে পিছিয়ে গেছে এই প্রোটিয়া ও ডাচদের মধ্যকার ম্যাচের টস।
জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় ৩.৩০টায়) খেলা শুরু হবে। এদিকে, দুই দলেরই এটা তৃতীয় ম্যাচ। এই ম্যাচে নামার আগে দুই মেরুতে অবস্থান করছে দুই দল। আগের দুই ম্যাচে দুটিই জিতেছে প্রোটিয়ারা। বিপক্ষে এখনও জয়ের মুখ দেখেনি ডাচরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh