
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি
মিরপুরে সিরিজের দ্বিতীয় নারী ওয়ানডে টাই হওয়ার পর সুপার ওভারের শেষ বলে চার মেরে বাংলাদেশকে জিতিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭ রান, জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলার পর পঞ্চম বলে সোবহানা মোস্তারির উইকেট হারায় বাংলাদেশ।
শেষ বলে দরকার ছিল ২ রান, নাশরা সান্ধুর সে বলে মিড অনের ওপর দিয়ে চার মেরে বাংলাদেশকে জয় উপহার দেন অধিনায়ক জ্যোতি। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
মূল ম্যাচে ৫০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৯ উইকেটে ১৬৯ রান। রান তাড়ায় ৬ উইকেটে ১৫৩ রান তুলে ফেলেছিল পাকিস্তান, এরপর শেষ ৩ ওভারে ৩ উইকেট হারায় তারা।
১ বল বাকি থাকতে ১৬৯ রানেই সফরকারিরা অলআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়। এর আগে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে টাই হয়েছিল। যদিও সময় ছিল না বলে সেবার সুপার ওভার হয়নি।