সাকিবকে ধুয়ে দিলেন ম্যাথুসের ভাই

বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুসের 'টাইমড আউট' নিয়ে আলোচনায় যেন নতুন এক মাত্রা যোগ করলেন তার ভাই ট্রেভিন ম্যাথুস। 

ট্রেভিন রীতিমতো পাথর ছুঁড়ে মারার হুমকি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়কের সমালোচনা করতে গিয়ে সরাসরি হুমকি দিয়েছেন ম্যাথুসের ভাই ট্রেভিন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের সঙ্গে কথা বলার সময় এমন প্রতিক্রিয়া দেখান তিনি।

ট্রেভিন বলেন, 'আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের কোনো খেলোয়াড়ি চেতনা নেই এবং প্রতিপক্ষের প্রতি সম্মানও নেই।'

ট্রেভিন যোগ করেন, 'শ্রীলঙ্কায় সাকিবকে স্বাগত জানানোর সুযোগ নেই। সে যদি এখানে কখনো ম্যাচ খেলতে আসে, তার দিকে পাথর ছুড়ে মারা হবে। অথবা তাকে সমর্থকদের তোপের মুখে পড়তে হবে।"

টাইমড আউট হওয়া ম্যাথুস নিজের এর আগে বলেছেন, কোনো দল এতটা নিচে নেমে যেতে তা ভাবতে পারেননি তিনি। এবার তার ভাই সেটিকে আরেক ধাপ এগিয়ে নিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh