Logo
×

Follow Us

খেলাধুলা

নিউজিল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৮

নিউজিল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা

নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

বিশ্বকাপের একটি ম্যাচ বাকি থাকতেই চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। সে হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে নতুন কাউকেই দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিল। যেখানে দৌড়ে এগিয়ে ছিলেন লিটন দাস। কিন্তু তিনিও ছুটিতে যাওয়ায় তার বদলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। 

আজ শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবের অনুপস্থিতিতে টেস্টের নতুন অধিনায়ক নিয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল, আমরা এক মাসের অনুমতি দিয়েছি। সাকিব চোটের কারণে নেই, এই অবস্থায় আসন্ন সিরিজের দুটি টেস্টে শান্ত অধিনায়ক থাকবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে, যা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। এরপর কিউইদের মাটিতে ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। ওই সিরিজে বাংলাদেশের নেতৃত্বে কে থাকবেন- সেটি এখনও নির্ধারিত হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫