বিশ্বকাপের সমাপনীতে যত আয়োজন

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালকে কেন্দ্র করে গুজরাটের আহমেদাবাদে সাজ সাজ রব এখন। ম্যাচ আগামীকাল রবিবার (১৯ নভেম্বর) হলেও শুক্রবার থেকেই স্টেডিয়াম ও এর আশেপাশের মানুষের জমায়েত দেখে ফাইনাল দেখতে যাওয়া সাংবাদিকরা বলছেন, ‘ফাইনাল মনে হচ্ছে তিনদিনব্যাপী’।

এরই মধ্যে হোটেল ও বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে ভারতে। যেসব হোটেলের ভাড়া ৩ থেকে ৪ হাজার রুপি, সেখানে ১৫ থেকে ২০ হাজার রুপি ভাড়া চাওয়া হচ্ছে।

ভারতের যোগাযোগ ব্যবস্থার একটা বড় উপযোগিতার জায়গা হচ্ছে সস্তা অভ্যন্তরীণ বিমান ব্যবস্থা। কিন্তু ভারত থেকে এক যাত্রী জানাচ্ছেন, যে রুটে একমুখী বিমানের ভাড়া রুপিতে ৬ থেকে ৭ হাজার রুপির বেশি হয় না, সেটাই এখন ভারতীয় রুপিতে সর্বনিম্ন ২৬-২৭ হাজার দেখাচ্ছে।

আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে একসাথে ১ লাখ ৩২ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন, কিন্তু এখন ভারতে যত মানুষ খেলা দেখার ইচ্ছা পোষণ করছেন তাতে এই ধারণক্ষমতাকে অনেক তুচ্ছ মনে হচ্ছে।

টিকিটের ব্যাপারে কলকাতা থেকে ক্রিকেট ভক্ত বিপ্লব সরকার বলেন, যে টিকিটের দাম ৫ হাজার রুপি কোনো কোনো জায়গায় সেই টিকিট তিনটা বিক্রি হচ্ছে ১৫ লাখ রুপিতে।

অর্থাৎ কালোবাজারে টিকিট বিক্রি এখন তুঙ্গে। যারা আইসিসির ওয়েবসাইট থেকে টিকিট কেটে রেখেছিলেন, তাদের একটা অংশ উচ্চমূল্যে টিকিট বিক্রি করে দিচ্ছেন।

যা যা থাকছে ফাইনাল আয়োজনে

ফাইনাল ম্যাচের অন্তত দুই ঘণ্টা আগে থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে আহমেদাবাদ স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ৯টি যুদ্ধবিমান, যারা দেখাবে অ্যাক্রোব্যাটিক এয়ার শো।

সুরিয়াকিরান নামে একটি দল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের ওপর এই শো উপস্থাপন করবে। ম্যাচের মাঝে থাকবে অধিনায়কদের প্যারেড।

১৯৭৫ সাল থেকে সব ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কদের দাওয়াত দেয়া হয়েছে আহমেদাবাদের ফাইনালে। ক্লাইভ লয়েড থেকে ইয়ন মরগানরা আসবেন এই আয়োজনে।

তবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী ইমরান খান আটক অবস্থায় থাকায় তাকে ছাড়াই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

দুই ইনিংসের মাঝের বিরতিতে থাকছে জনপ্রিয় সঙ্গীত সম্পাদক প্রীতমের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান। একইসঙ্গে নাচবেন প্রায় ৫০০ জন নৃত্যশিল্পী।

ম্যাচের ফল চলে আসার সঙ্গে সঙ্গেই শুরু হবে বিশেষ লেজার শো এবং ড্রোন শো। চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতেই হবে এই পুরো আয়োজন।

তবে এই গোটা উৎসবের অন্যতম মুখ হতে যাচ্ছেন ব্রিটিশ-আলবেনিয়ান সঙ্গীতশিল্পী দুয়া লিপা।

কে এই দুয়া লিপা?

দুয়া লিপা গ্র্যামী অ্যাওয়ার্ড জয়ী শিল্পী যিনি ১৯৭০ থেকে ১৯৯০-এর সঙ্গীত ঘরানাকে আধুনিক মিউজিক ট্রেন্ডের সাথে মিশ্রণ করে খ্যাতি লাভ করেছেন।

২০১৫ সালে ‘নিউ রুলস’ নামে প্রথম অ্যালবাম বের করেন দুয়া লিপা।

এই অ্যালবামের গানের জন্য তিনি নতুন শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন, এই গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতজগতের অস্কার হিসেবে পরিচিত।

অল্প দিনেই দুয়া লিপা খ্যাতির তুঙ্গে পৌঁছান। এরপর ২০১৭ সালে দুয়া লিপা নিজের নামেই অ্যালবাম বের করেন।

দুয়া লিপা এখন শুধু সঙ্গীতজগতেই সীমাবদ্ধ নন, তিনি এখন মডেলিং জগতেরও সুপরিচিত এক নাম।

পিচ নিয়ে যে আলোচনা চলছে

বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের আগে পিচ পরিবর্তন নিয়ে তুমুল বিতর্কের পরে ফাইনাল ম্যাচের পিচের দিকে চোখ থাকবে।

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার ঐচ্ছিক অনুশীলনের এক ফাঁকে ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা উইকেট পর্যবেক্ষণ করেছেন।

কেমন হবে উইকেট এ নিয়ে এখনো কিছু জানা যায়নি, কিন্তু আহমেদাবাদের উইকেট প্রথাগতভাবেই ব্যাটারদের জন্য স্বস্তিদায়ক কিন্তু খুব বড় স্কোর এখানে হয় না।

টসে জিতে কোনো অধিনায়কই ব্যাটিং বা বোলিং নিয়ে স্বস্তিতে থাকতে পারবে না কারণ এখানে আগে ব্যাট করে জয় ও পরে ব্যাট করে জয়ের পরিসংখ্যানে খুব বেশি তফাৎ নেই।

আম্পায়ার থাকছেন কারা

ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটলবরো আহমেদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাঠের আম্পায়ারিং করবেন মাঠে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কেটলবোরো বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন আম্পায়ার হিসেবে। ৫০ বছর বয়সী এই ব্রিটিশ আম্পায়ার এর আগে মেলবোর্নে ২০১৫ সালের ফাইনালে কুমার ধর্মসেনার সাথে মাঠে ছিলেন। 

৬০ বছর বয়সী ব্রিটিশ আম্পায়ার ইলিংওয়ার্থ, মেলবোর্নে ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন, যেখানে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়েছিল।

এই জুটির সাথে থার্ড আম্পায়ার হিসেবে যোগ দেবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার ক্রিস গ্যাফানি এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

সূত্র : বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //