Logo
×

Follow Us

খেলাধুলা

জাতীয় দলের নতুন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ২০:১০

জাতীয় দলের নতুন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি

নাথান কেলি। ছবি- সংগৃহীত

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কিলি। আগামী ১৫ এপ্রিল জাতীয় দলের সাথে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান। 

পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করা কেলি অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এসোসিয়েশনের লেভেল ২ সার্টিফিকেটধারি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর অংশ হিসেবে এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করা হয়েছে কিলির।

এছাড়া ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত রোজার ফাবরিস স্পিড অ্যান্ড অ্যাজিলিটি একাডেমিতে স্পিড অ্যান্ড ইজিলিটি কোচ হিসেবে কাজ করেছেন কিলি। বিসিবিতে কাজ করার আগে ব্রিসবেন ব্রঙ্কোস রাগবি দলের অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে স্পিন অ্যান্ড রিকন্ডিশনিং নিয়ে কাজ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫