Logo
×

Follow Us

খেলাধুলা

মাঠেই ইফতার করলেন মুশফিক-মিরাজরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ২২:১৭

মাঠেই ইফতার করলেন মুশফিক-মিরাজরা

শুরু হয়েছে মুসলমানদের প্রিয় রমজান মাস। এর মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। ফলে ফিল্ডিং করতে করতে ইফতারের সময় হয়ে যাওয়ায় মাঠে বসেই তা সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা।

আজ বুধবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার ইনিংসের ৪৮.২ ওভারের ঘটনা। তখন ক্রিজে থাকা প্রমোদ মাদুশানকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করেন শরীফুল ইসলাম।

এরপরই দৌড়ে মাঠে ঢোকেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়রা। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। জানা গেছে, পেসাররা ছাড়া এ দিন বেশির ভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে।

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর ‍দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। ৪৮.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫