Logo
×

Follow Us

খেলাধুলা

আইসিসি র‍্যাংকিংয়ে চমক দেখালেন ফারিহা তৃষ্ণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ২১:৩৮

আইসিসি র‍্যাংকিংয়ে চমক দেখালেন ফারিহা তৃষ্ণা

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে উৎযাপন করছেন ফারিহা তৃষ্ণা। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে বোলাররা। যেখানে বড় চমক দেখালেন হ্যাটট্রিক করা ফারিহা তৃষ্ণা।

২ এপ্রিল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফারিহা।

প্রথম বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটে দ্বিতীয়বার হ্যাটট্রিক পূর্ণ করেন এই বাঁহাতি পেসার। তার পুরস্কার পেলেন তিনি। ৪৮ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন ফারিহা। বোলিং বিভাগে পাঁচ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন লেগ স্পিনার রাবেয়া খান।

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন তিনি। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুই ধাপ উন্নতি করে ২৪তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রয়েছেন ১৬তম স্থানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫