
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে হিউস্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ শনিবার (২৫ মে) টসে জিতেছে তারা এবং বোলিং নিয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারে। পরেরটিতে স্বাগতিকরা জেতে ৬ রানে। ২-০ তে তিন ম্যাচর সিরিজে এগিয়ে আমেরিকান।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। লিটন দাস ও হাসান মাহমুদকে একাদশে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও জাকের আলী
সিরিজ জিতে নেওয়ায় যুক্তরাষ্ট্র বেঞ্চের শক্তি পরীক্ষা করছে। তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেলর, হারমীত সিং ও আলী খান। দলে ঢুকেছেন শায়ান জাহাঙ্গীর, নসথুশ কেনজিগে, মিলিন্দ কুমার ও নিসর্গ প্যাটেল।