Logo
×

Follow Us

খেলাধুলা

নেদারল্যান্ডসের কাছে লঙ্কানদের লজ্জার হার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১৯:১৩

নেদারল্যান্ডসের কাছে লঙ্কানদের লজ্জার হার

নেদারল্যান্ডসের কাছে ২০ রানে হেরেছে শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২০ রানে হেরেছে শ্রীলঙ্কা। ডাচদের করা বড় রান তাড়ায় অলআউট হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। 

টস হেরে ব্যাট করে নেদারল্যান্ডস ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে। দলের হয়ে মাইকেল লেভিট ৫৫ রান করন। তেজা নিদামানুরু খেলেন ২৭ রানের ইনিংস। 

জবাব দেওয়া শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪৩ রানের ইনিংস খেলেন। ধনাঞ্জয়া ডি সিলভা ৩১ রান করেন। তারপরও সাত বল থাকতে অলআউট হয় লঙ্কানরা।

ডাচদের হয়ে আরিয়ান দত্ত ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। কাইল ক্লেইন নেন ২ উইকেট। শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা নেন ২ উইকেট।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫