টি-টোয়েন্টি বিশ্বকাপ
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ২০:১২

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে খাদের দ্বারপ্রান্ত রয়েছে পাকিস্তান। তবে, কাগজে-কলমে এখনও সুপার এইটের আশা বেঁচে আছে দ্য গ্রিন ম্যানদের। সে জন্য আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে জয় বাধ্যতামূলক। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে হারতে হবে।
আজ মঙ্গলবার (১১ জুন) নিজেদের তৃতীয় এবং ডু অর ডাই ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। নিউইয়র্কে টস জিতে কানাডাকে বাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।