Logo
×

Follow Us

খেলাধুলা

এবার পরিত্যক্ত হলো ভারত-কানাডা ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ২২:১৮

এবার পরিত্যক্ত হলো ভারত-কানাডা ম্যাচ

পরিত্যক্ত ভারত-কানাডা ম্যাচ। ছবি- সংগৃহীত

ফ্লোরিডায় বৃষ্টির আনাগোনা বেশ কয়েকদিন ধরেই। এরই মধ্যে বৃষ্টির কারণে কপাল পুড়েছে পাকিস্তান-আয়ারল্যান্ডের। এবার ভারত-কানাডা ম্যাচও পড়েছে বৃষ্টির কবলে।

যদিও এই ম্যাচটির তেমন গুরুত্ব ছিল না। ভারত এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাম লিখিয়েছে, কানাডারও বিদায় নিশ্চিত হয়ে গেছে।

লডারহিলে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল। টসের আগেই বৃষ্টি বন্ধ হয়েছে। কিন্তু মাঠ প্রস্তুত করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ভারত তাদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। অন্যদিকে সমান ম্যাচে একটি জয় পেয়েছে কানাডা। ম্যাচ পরিত্যক্ত হওয়া 'এ' গ্রুপে ভারত শেষ করলো ৭ পয়েন্ট নিয়ে, কানাডার পয়েন্ট ৩।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫