Logo
×

Follow Us

খেলাধুলা

অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ ছুড়ে দিল স্কটল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৯:৩০

অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ ছুড়ে দিল স্কটল্যান্ড

অস্ট্রেলিয়ার সামনে বড় টার্গেট ছুড়ে দিলো স্কটল্যান্ড। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট ছুড়ে দিয়েছে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮০ রান তুলে স্কটিসরা।

আজ রবিবার (১৬ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মান বাঁচানোর লড়াই।

গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া সবার প্রথমে নিশ্চিত করেছে সুপার এইট। পরের রাউন্ডে যেতে অস্ট্রেলিয়াকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেনি। তিন ম্যাচেই জয় পেয়েছে তারা।

কিন্তু শেষ ম্যাচে স্কটল্যান্ড স্রেফ চমকে দিল। ব্রেন্ডন ম্যাকমুলেনের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল পুঁজি পেয়েছে তারা। ডানহাতি ব্যাটসম্যান ৩৪ বলে করেছেন ৬০ রান। ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৬ ছক্কা।

এছাড়া অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে ৪২ এবং ওপেনার জর্জ মুনসে ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কটল্যান্ডের রান বড় হয়েছে। ৪৪ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার গ্লেন ম্যাক্সওয়েল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫