অবসরের বিষয়ে যা জানালেন সাকিব

গতবছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। সেই হিসেব অনুযায়ী এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া অনেকের ধারণা এবারের বিশ্বকাপ শেষেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। তবে আপাতত এরকম কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাকিব। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে বলেন, ‘শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো কিছু হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও কিছু সিদ্ধান্ত আছে।’

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই কি শেষ এমন প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই।

এখন বিষয়টি সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন সাকিব। তিনি বলেন, সামনে অনেক বড় বিরতি আছে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে, উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।

চলমান বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, এখন পর্যন্ত ৩টি হেরেছে। এই ফল সাকিবের চোখে ‘খুব একটা খারাপ না’।

উল্লেখ্য, বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে অ্যান্টিগা থেকে চলে যাচ্ছে পরের ভেন্যু সেন্ট ভিনসেন্টে। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //