নারী এশিয়া কাপ
ভারত ফাইনালে উঠেছে সেমিকে একপেশে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আর শ্রীলঙ্কা টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে। ফলে চলতি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। আজ রবিবার (২৮ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এদিকে এদিকে শেষ চার থেকে টাইগ্রেসরা বিদায় নিলেও ফাইনালে অন্যভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে। এশিয়া কাপের নবম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেসি। তিনি জানান, তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি।
এশিয়া কাপের তিন ম্যাচে অনফিল্ড এবং দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে দেখা গিয়েছে।
এর আগে, গত শুক্রবার ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে কোন উইকেট না হারিয়ে ৫৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে উষ্ণ দ্বৈরথের দেখা মিলেছিল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ রানের লড়াকু পুঁজি পেয়েছিল পাকিস্তান। জবাবে ১ বল ও ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরোয় স্বাগতিকরা।
উল্লেখ্য, নারী এশিয়া কাপের ইতিহাসে ৮ বারের মধ্যে ৭ বারই এই ট্রফি ঘরে তুলেছে ভারত। এর মধ্যে পাঁচবার শ্রীলঙ্কাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মেয়েরা। সবশেষ এশিয়া কাপের ফাইনালেও লঙ্কানদের স্বপ্ন ভেঙেছিল তারা। তাই এবারও ভারতকেই ফেবারিট ভাবা হচ্ছে।
তবে ঘরের মাঠে পরিচিত চেনা মাঠে খুব বেশি ছাড় যে ভারত পাবে না তা স্পষ্ট। ঘরের মাঠে ফাইনালে ট্রফি জয়ের দিকে চোখ লঙ্কানদের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী স্বাগতিকরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh