পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লো টাইগাররা

বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে চারদিন আগে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। বিমানবন্দ‌রে বরাবরের মতই ‌ক্রিকেটার‌দের ঘিরে দর্শক‌ আগ্রহ। নিরাপত্তাকর্মী‌দের তৎপরতা। পা‌কিস্তানের উদ্দেশে সবার আগে এয়ার‌পো‌র্টে আসেন খা‌লেদ আহ‌মেদ। একে একে প্রবেশ ক‌রেন না‌হিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, তাস‌কিন আহ‌মেদ ও মে‌হেদী মিরাজ। সাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে।

আজ সোমবার (১২ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

বিমান বন্দরে গণমাধ‌্যমের মু‌খোমু‌খি হ‌য়ে তাস‌কিন জানান, সবসময় টে‌স্ট খেলার ই‌চ্ছা ছিলো তার। এ দ‌লের দ্বিতীয় চার‌দি‌নের ম‌্যাচে নি‌জে‌কে প্রস্তুত ক‌রে জাতীয় দ‌লের হ‌য়ে খেল‌বেন দ্বিতীয় টেস্ট।

তিনি বলেন, কাঁধের সমস্যার জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে করে আমার কাঁধ ও শরীর ভালো থাকে। দেশকে যাতে লঙ্গার ভার্সন ম্যাচ জেতাতে পারি। 

মিরপুরের একা‌ডে‌মি থে‌কে আসেন তরুণ পেসার না‌হিদ রানা। তার দ‌া‌বি, অনুশীল‌নের কোনো ঘাট‌তি নেই। পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে সু‌যোগ পে‌লে অবদান রাখ‌তে চান দ‌লের জন‌্য।

টাইগার পেসার না‌হিদ রানা বলেন, আমি যদি সেরা একাদশে সুযোগ পাই তাহলে আমি দলকে আমার সেরাটা দিব এবং দল আমার কাছে যেটা চায় সেটা দেয়ার চেষ্টা করব। শেষ ৩ মাস আমাদের টাইগার্সের ক্যাম্প হয়েছে, প্র্যাকটিস হয়েছে, ফিটনেস হয়েছে। এখানে এক মাস ধরে প্র্যাকটিস ম্যাচ খেলেছি তাই যথেষ্ট। 

গোটা বাংলা‌দে‌শে যখন প‌রিবর্তনের ডাক, বাংলাদেশ ক্রিকে‌ট কেন এর বাই‌রে থাক‌বে। তাস‌কিনরা দি‌লেন প্রতিশ্রু‌তি, এবার পারফরম‌্যা‌ন্সেও আস‌বে প‌রিবর্তন।

পেসার তাস‌কিন বলেন, অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হতে যাচ্ছে আমাদের, আমাদের ইচ্ছা পারফরম্যান্সও যাতে ভালো হয় এবং দেশের সবাইকে খুশি করতে পারি। 

গণমাধ‌্যম এ‌ড়ি‌য়ে গে‌ছেন অধিনায়ক নাজমুল শান্ত, লিটন দাস ও কো‌চিং স্টাফ। বা‌কি ক্রিকেটাররা এ দ‌লের হ‌য়ে আগে থেকেই পা‌কিস্তানে আছেন।

উল্লেখ্য, ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই রাওয়ালপিন্ডি ছাড়তে হবে। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //