হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দৃশ্যপটে নেই। বিদায়ী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে পাপনের বিসিবিতে টিকে থাকা নিয়ে আছে অনিশ্চয়তা। যদিও ২০২৫ সাল পর্যন্ত পাপন বিসিবির নির্বাচিত সভাপতি।
শুধু সভাপতি নন, বিসিবি পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের বেশিরভাগের খোঁজ নেই। অনেকেই পরিচালনা পর্ষদ ভেঙে নতুন নির্বাচন কিংবা অন্তর্বর্তী কমিটি গঠনের দাবি তুলেছেন। সব মিলিয়ে বিসিবিতে কিছুটা অগোছালো পরিবেশ বিরাজ করছে। সংকটময় পরিস্থিতিতে বিতর্কের বাইরে থাকা পরিচালকদের নিয়েই বিসিবি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আইসিসির নিয়ম মেনে অন্তর্বর্তী কমিটি গঠন করা যায় কিনা খোঁজা হচ্ছে সেই পথ।
সংকটের মাঝেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুটি টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। ইতোমধ্যে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। কিন্তু চলতি বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে। সরকার পতনের পর সাকিবের মাগুরার বাসভবনেও হামলা হয়েছে। অনেকেই বাংলাদেশের পক্ষে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। কিন্তু সাকিবকে স্কোয়াডে রেখে বড় চমকই দিয়েছে বিসিবি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে চোখের সমস্যায় সাকিবের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও চাউর আছে। তবে সাকিব খেলার মধ্যেই আছেন। তিনি খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘আমাদের কাছে সাকিবের চোখের সমস্যা নিয়ে কোনো মেডিক্যাল রিপোর্ট নেই। আর সে বাংলাদেশের সেরা খেলোয়াড়। মেধার ভিত্তিতেই সাকিবকে দলে নেওয়া হয়েছে।’
লিপু জানান, শুধু পাকিস্তান সিরিজ না, চলতি বছর হতে যাওয়া সবগুলো টেস্টেই থাকছেন সাকিব। বোঝা যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে শিগগিরই শেষ হচ্ছে না সাকিব-যুগ।
পাকিস্তানে বাংলাদেশের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় আর শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট। ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh