ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে

রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের পথে বাংলাদেশ। এই ম্যাচে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এখন ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করলেই হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। 

ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানের ৮ উইকেট শিকার করেন বাংলাদেশের পেসাররা। দুই তরুণ পেসার নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুইজনেই উপহার দিয়েছেন দারুণ স্পেল। হাসানের ফাইফার পূর্ণ হয়েছে শেষ উইকেট নিয়ে। নাহিদের উইকেট সংখ্যা ৪।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুইজনেই পরীক্ষা নিয়েছেন কেবল। তাদের সুবাদেই পাকিস্তান গিয়েছে ১৭২ রান পর্যন্ত। বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট আর সিরিজ দুটোই জয়ের সুযোগ থাকছে। টার্গেট ১৮৫ রান।

এর আগে চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে। 

টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। 

সংক্ষিপ্ত স্কোর 

পাকিস্তান ২য় ইনিংস: ১৭২/১০ (৪৬.৪ ওভারে)

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২/১০ (৭৮.৪ ওভার)

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪/১০ (৮৫.১ ওভার)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh