স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয়ও পেয়েছে বাংলাদেশ। দলের এমন অর্জনের পর অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সময়ই তিনি ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে ক্রিকেটারদের এ সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
খেলোয়াড়দের উদ্দেশে ড. ইউনূস বলেন, জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ এবং জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।
এ সময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন ড. ইউনূস। এ ছাড়াও একটি জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন তিনি।
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে তার কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।
দলের সাফল্য নিয়ে শান্ত বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম পাকিস্তানে তাদের সাফল্যের জন্য মুখ্য ছিল।
ক্রিকেটাররা দেশের ফিরেই ভারত সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিমানে উঠবে টাইগাররা। তাই তার আগেই ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কাজটা সেরে ফেলেছেন প্রধান উপদেষ্টা।
এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh