ভারতীয়দের আদর্শ ‘ম্যাচ উইনার’ অশ্বিন

সম্প্রতি পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের দুই ম্যাচ টেস্ট সিরিজে ‘ধবল ধোলাই’ করে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়েছে ভারত। চেন্নাইয়ে টাইগারদের ২৮০ রানের ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে অলরাউন্ড পারফর্ম্যান্সে বাংলাদেশের সর্বনাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। 

ক্রিকেট ১১ জনের খেলা হলেও ম্যাচ জেতায় ভূমিকা থাকে এক/দুজন খেলোয়াড়ের। যাদের বলা হয় ‘ম্যাচ উইনার’। ভারতীয় দলে বাংলাদেশের চেয়ে ম্যাচ উইনার পারফর্মারের সংখ্যা অনেক বেশি। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, অশ্বিন আর জশপ্রিত বুমরাদের যে কেউ নিজেদের দিনে ভারতের ম্যাচ জয়ের ‘নায়ক’ হয়ে উঠতে পারেন। চেন্নাইয়ে অশ্বিন যা করে দেখিয়েছেন।

চেন্নাইয়ে কী করেছেন অশ্বিন? আসুন দেখে নেই। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচের প্রথমদিনেই মাত্র ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। সপ্তম উইকেটে জাদেজাকে সঙ্গে নিয়ে ১৯৯ রানের জুটি। জাদেজা করেন ৮৬ রান। আর অশ্বিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ আর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি। করেন ১৩৩ বলে ১১৩ রান। চেন্নাইয়ের ‘পিচ’ শুরুতে পেসারদের সহায়তায় ছিল। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ পাঁচটি, তাসকিন আহমেদ তিনটি আর নাহিদ রানা পান একটি উইকেট। ভারতীয়দের হয়ে প্রথম ইনিংসে বুমরা নেন চারটি উইকেট। অন্য দুই পেসার মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ নেন দুটি করে উইকেট। তাতেই ভারতীয়দের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৪৯ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান শুভমান গিল আর ঋষভ পান্ত। ভারতীয় স্কোরবোর্ডে জমা হয় ৪ উইকেটে ২৮৭ রান (ডি.)। ৫১৫ রানের টার্গেটে বাংলাদেশের শেষ ইনিংস মুখ থুবড়ে পড়ে ২৩৪ রানে। 

দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিয়েছেন ৬ উইকেট। জাদেজা তিনটি। মনে হচ্ছে, শেষ সময়ে চেন্নাইয়ের পিচ ‘স্পিন-বান্ধব’ হয়ে উঠেছিল? না। বরং খেলা যত এগিয়েছে চিদাম্বরম স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য তত সহজ হয়েছে। তাই প্রথম ইনিংসে উইকেটশূন্য অশ্বিনকে দ্বিতীয় ইনিংসে ধ্বংসযজ্ঞ চালাতে হয়েছে সুপরিকল্পিত উপায়ে। ওপেনার সাদমান ইসলামকে ধোঁকা দেন বলের লেংথ পরিবর্তন করে কিছুটা ওভার পিচড বলে। পুরো ম্যাচে প্রায় ৯৫ কিলোমিটার গতিতে বল ঘুরিয়েছেন তিনি। কিন্তু মুমিনুল হকের সামনে ৮৭ কিলোমিটার গতির বল ফেলেন খাটো লেংথে। বিভ্রান্ত মুমিনুলের ব্যাটের পাশ দিয়ে গিয়ে উইকেট ভেঙে দেয় বল। তার বল বুঝতে না পেরে উইকেট দিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটারও। অশ্বিন আর জাদেজারা বাংলাদেশের ব্যাটারদের প্রলুব্ধ করে ভুল শটে বাধ্য করেছেন। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সেরা হয়েছেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে দশম বারের মতো ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ১৪ বার ম্যাচের সেরা হয়েছেন শচিন টেন্ডুলকার। রাহুল দ্রাবিড় পেয়েছেন ১১ বার। ১০ বার টেস্টে ভারতের হয়ে ম্যাচের সেরা হয়েছেন কোহলি, জাদেজা আর অনিল কুম্বলে। টেস্ট ক্রিকেটে ১০১ ম্যাচে অশ্বিনের উইকেট সংখ্যা ৫২২টি। এ ছাড়া একই টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে ৫ বা তার বেশি উইকেট- এমন কীর্তি অশ্বিন গড়লেন চতুর্থবার। একই কীর্তি ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার রয়েছে ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh