কানপুরে প্রথম দিনের খেলা শেষ ৩৫ ওভারেই

কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হলো নির্ধারিত সময়ের অনেক আগেই। বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে মাত্র ৩৫ ওভারেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন কর্তব্যরত আম্পায়াররা।

কানপুরে আজ (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের খেলা এক ঘণ্টা দেরিতে শুরুতে হয়। এরপর লাঞ্চ বিরতির সময় আরেক দফা বৃষ্টি নেমেছিল কানপুরে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি।বৃষ্টিতে ১৫ মিনিট পিছিয়ে যায় দ্বিতীয় সেশন শুরুর সময়।

আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে হয় ফ্লাডলাইট জ্বালিয়ে। তবে ধীরে ধীরে আলো এতই কমতে থাকে যে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা। দ্বিতীয় সেশনের খেলা ৯ ওভার হওয়ার পর এই সিদ্ধান্ত নেন আম্পায়াররা। 

শনিবার বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। মুমিনুল ৮১ বলে ৪০ রানে এবং মুশফিক ৬ রানে অপরাজিত আছেন। ৩ উইকেট হারিয়ে প্রথমদিনে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। আকাশ দীপ ২টি ও রবীচন্দ্রন অশ্বিন এক উইকেট নিয়েছেন।

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। এই দুই ওপেনারকে আউট করেন পেসার আকাশ দীপ।

এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল।

কানপুর টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার জায়গায় খেলছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ: জশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত,  কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh