৭ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। 

গতকাল রবিবার (২৪ নভেম্বর) নাইজেরিয়ার বিপক্ষে আইসিসি টি২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ সি-র ম্যাচে মাত্র ৭ রানে গুটিয়ে যায় তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নাইজেরিয়ার লাগোসে। 

প্রথমে ব্যাট করে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে। সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান (রিটায়ার্ড আউট), সুলায়মান রানসেউ ৫০ রান (২৯ বল) এবং আইজ্যাক ওকপে ২৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন।

এরপর শুরু হয় আইভরি কোস্টের ব্যাটিং ধস। নাইজেরিয়ার বোলারদের দাপটে ৭.৩ ওভারে ৭ রানে অল আউট হয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার আইজ্যাক ডানলাদি এবং বাঁহাতি পেসার প্রসপার উসেনি তিনটি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো দুটি এবং সিলভেস্টার ওকপে একটি উইকেট শিকার করেন। আইভরি কোস্টের ওপেনার ওয়াতারা মোহাম্মদ সর্বোচ্চ ৬ বলে ৪ রান করেন। দলের বাকি ব্যাটারদের স্কোর ছিল: ৪, ০, ১, ০, ০, ১, ০, ১, ০* এবং ০।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার কোনও দল এক অঙ্কের স্কোরে অল আউট হলো। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১০ রান, যা ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আয়ল অফ ম্যান এবং ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচে দেখা গিয়েছিল।

নাইজেরিয়ার ২৬৪ রানের এই জয় পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় বৃহত্তম জয় হিসেবে রেকর্ড হয়েছে। সর্বোচ্চ জয়ের রেকর্ড রয়েছে জিম্বাবুয়ের, যারা গত মাসে গাম্বিয়াকে ২৯০ রানে হারিয়েছিল। দ্বিতীয় স্থানে আছে নেপাল, যারা ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়াকে ২৭৩ রানে পরাজিত করেছিল।

গ্রুপে এটি নাইজেরিয়ার টানা দ্বিতীয় জয়, আর আইভরি কোস্টের টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা সিয়েরা লিওনের বিপক্ষে মাত্র ২১ রানে অল আউট হয়ে ১৬৮ রানে হেরেছিল। টেবিলের শীর্ষে অবস্থান করছে নাইজেরিয়া, আর তলানিতে রয়েছে আইভরি কোস্ট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh