তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানের হারিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শনিবার (৩০ নভেম্বর) সিরিজ নিশ্চিতের ম্যাচে মিরপুরে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগ্রেসরা। আগের ম্যাচের জয়ী একাদশেই মাঠে নামছে তারা।
এই সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরী। তাই বাংলাদেশও চাইছে সবকটি ম্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আট দলের আসরে সরাসরি জায়গা পাবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্য শীর্ষ পাঁচ দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। বাকি দুই দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।
উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুইটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করতে চান জ্যোতি।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh