২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সমঝোতার অভাবে সমস্যার সমাধান স্থগিত রয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) আইসিসি একটি ভার্চুয়াল সভার আয়োজন করে। তবে মাত্র ১৫ মিনিট স্থায়ী হওয়া সেই সভায় কোনো কার্যকর সমাধান আসেনি। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
অবশ্য সভার পর সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো- হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো- টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি- ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।
আইসিসি কর্মকর্তারা ঘোষণা করেছেন যে বোর্ডের সদস্যরা একটি অগ্রগতির চেষ্টা করার জন্য আগামীকাল পুনরায় মিলিত হবে। তবে অচলাবস্থা চলতে থাকলে, আইসিসি টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণের জন্য একটি ভোটিং প্রক্রিয়া বেছে নিতে পারে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh