তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তাদের সামনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম দুইটি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে। যেখানে তিনজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
ব্যাট হাতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা শারমিন আক্তার সুপ্তা জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। সুপ্তা ছাড়াও ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর আর খেলা হয়নি তার। মাঝের সময়টা কেটেছে অস্ট্রেলিয়াতে। দেশে ফিরে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে পারফর্ম করে এবার এসেছেন সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের স্কোয়াডেও।
সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডাক পেয়ে ভালো না করলেও স্কোয়াডে রয়েছেন তাজ নেহার। রয়েছেন সানজিদা আক্তাররা। পেসার মারুফা আক্তার নেই টি টোয়েন্টি সিরিজে। তবে অভিজ্ঞ জাহানারা আলম ডাক পেয়েছেন।
আগামী ৫ ডিসেম্বর ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, শোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার, সানজিদা আক্তার।
স্ট্যান্ডবাই:
দিশা নিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh