আসছে ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচিত সুস্বাদু আমের জন্য। সেই শহরেই ২০০২ সালের ২ অক্টোবর জন্ম নাহিদ রানার। তিনি এখন বাংলাদেশের ক্রিকেটের গতিদানব। বল করছেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গণ্ডি ছাড়িয়ে। বাংলাদেশ তো বটেই, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গতির ফাস্ট বোলার নাহিদ। তার নামের পাশে যোগ হয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’।  

আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদের পথচলা শুরু ২০২৪ সালে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে অভিষেক। সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রতি ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেন। বাংলাদেশের কোনো বোলার কখনো ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছুঁতে পারেননি। দেশের হয়ে ছয় টেস্ট খেলে নিয়েছেন ২০ উইকেট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে শিকার করেছেন পাঁচ উইকেট, যা টেস্ট ক্রিকেটে নাহিদের প্রথম ফাইফার।

শোয়েব আক্তার, ব্রেট লিদের মতো গতিদানবদের বহুদিন থেকে দেখে আসছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এখন বাংলাদেশ পেয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নামে পরিচিত হয়ে ওঠা নাহিদকে। অথচ তার ক্রিকেট খেলার আনুষ্ঠানিক হাতেখড়ি মাত্র বছর চারেক। ছোটবেলায় পাড়ায় খেলা 

টেপ-টেনিস খেলার অভিজ্ঞতা নিয়ে ১৮ বছর বয়সে ভর্তি হন রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমিতে। মাত্র ছয় বছরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আলোচিত।

নাহিদ বয়সভিত্তিক জাতীয় দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেননি। ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে। কিন্তু যুব বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই হয়নি। নাহিদের গড়ে ওঠার পেছনে অবদান রয়েছে জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবিরের। তিনি এখন বিসিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ। শরিফুল ইসলামের পর তার আবিষ্কার নাহিদ। আলমগীর কবির বলেন, ‘নাহিদের সঙ্গে আমার দেখা হয় ঘটনাচক্রে। রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একদিন আমরা কোচরা ছাত্রদের সঙ্গে খেলছিলাম। আমাদের একজন বোলার দরকার ছিল। জুনিয়র গ্রুপ থেকে ওকে নিই। ও খুব জোড়ে বল করে। ওর বল উইকেটকিপার ধরতে পারছিল না, যা আমাকে মুগ্ধ করে। ওকে নিয়ে কাজ শুরু করি, অ্যাকশনে কিছু ভুল ছিল তা ঠিক করি। আরো কিছু স্কিল নিয়ে কাজ করেছি। এরপর ধাপে ধাপে সে তার গতি দিয়েই নজর কেড়েছে।’  আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ সালে টেস্টে সবচেয়ে বেশি গড় গতির বোলার মার্ক উড। ৬ টেস্টে ৩৭.২০ গড়ে ১৫ উইকেট শিকার করা উড গড়ে ১৪৫.৩১ কিলোমিটার গতিতে বল করেছেন। তারপরই আছেন নাহিদ। তিনি ছয় টেস্ট খেলে গড়ে ১৪০.৯৩ কিলোমিটার গতিতে বল করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh