সকালে বিজয়ের সুসংবাদ দিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাজার কিলোমিটার দূরের ওয়েস্ট ইন্ডিজে (স্থানীয় সময় ১৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর সকাল) স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা।
বিজয় দিবসের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতা যখন আরো বেড়েছে তখন নিজেদের তেজে আরো এক বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।
১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।
দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।
পরবর্তী ম্যাচে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh