পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার, আছেন সাকিব-মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড—টুর্নামেন্টের এই দুই শীর্ষ ক্যাটাগরিতে রাখা হয়েছে তাঁদের।

পিএসএলের ১০ম সংস্করণের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে আগামী এপ্রিলে শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার আগে গতকাল পিএসএল ওয়েবসাইটে ছয় দলের রিটেনশন (ধরে রাখা) খেলোয়াড়ের পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করা হয়। 

সেই তালিকায় বাংলাদেশিদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। তাঁদের পাশাপাশি ড্রাফটে আছেন বিশ্বের বেশ কয়েকজন বড় ক্রিকেটারও।

এবারের পিএসএল হতে পারে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। তার আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। অংশ নেওয়া ছয় দল ড্রাফট থেকে বেছে নেবেন খেলোয়াড়।

ড্রাফটের জন্য এবার ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তার মধ্যে বাংলাদেশের ছিলেন ২৮ জন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh