আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
দুই পেসার এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ১৫ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার উইয়ান মুলদার ও কেশব মহারাজ। দুজনই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছিলেন না।
নরকিয়া ও এনগিদি ওয়ানডে দলে ফিরেছেন চোট কাটিয়ে। প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে আছেন টেম্বা বাভুমা। তাঁর নেতৃত্বে গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
নরকিয়া ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পেলেও চোটে পড়ে ছিটকে যান। এবার আরেকটি একদিনের ক্রিকেটের আইসিসি টুর্নামেন্টে ডাক পেলেন তিনি। বার্বাডোসে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা যায়নি নরকিয়াকে। সেই বিশ্বকাপে ৯ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ উইকেট নেন তিনি। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়া সিরিজেও ছিলেন না নরকিয়া।
২০২৩ বিশ্বকাপে খেললেও কুঁচকির চোট থেকে সেরে না ওঠায় এবার চ্যাম্পিয়নস ট্রফি দলে জায়গা হয়নি জেরাল্ড কোয়েটজির। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোটে পড়েন তিনি। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে না পারা বাঁহাতি স্পিনার মহারাজও ফিরেছেন দলে। তবে নির্বাচকদের নজর কাড়তে না পারায় জায়গা হয়নি অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়ো, করবিন বশ ও বাঁহাতি স্পিনার বিয়র্ন ফরচুনের।
চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২১ ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে করাচিতে। তাদের গ্রুপে বাকি দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি এনরিখ নরকিয়া
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh