স্বপ্ন ছিল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার। সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে সাথিরা জাকির জেসির। মালেয়শিয়ায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তিনিও।
১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের এই বয়সভিত্তিক বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। মালেয়শিয়ার চার ভেন্যুতে ১৬ দেশের বিশ্বকাপে ম্যাচ হবে ৪১টি। সেসব খেলা পরিচালনার জন্য আজ ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সেই তালিকায়
আছে বাংলাদেশের জেসির নাম। ৩৪ বছর বয়সী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই স্পিনার
এখন পর্যন্ত মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ২৫টি। গত ডিসেম্বরে মালয়েশিয়াতেই
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জেসি। তার
আগে গত জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে তাঁকে।
বাংলাদেশ ক্রিকেটে
বোর্ডের (বিসিবি) নিয়োগ পাওয়া প্রথম নারী আম্পায়ার জেসি। আরও আগেই বিশ্বকাপে ম্যাচ
পরিচালনায় তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। গত অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের
আয়োজনস্বত্ব পেয়েছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে সেটি সরে
যায় আরব আমিরাতে। আশা করলেও জেসিও ছিলেন না ম্যাচ অফিশিয়ালদের তালিকায়।
ম্যাচ অফিশিয়াল হিসেবে যাঁরা থাকছেন: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh