আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য আজ দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলে ফিরেছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। এই তিনজনকে সবশেষ ওয়ানডে সংস্করণে দেখা গেছে ২০২৩ বিশ্বকাপে।
ভারতের নেতৃত্বে আছেন রোহিত শর্মা। তাঁর সহকারী হিসেবে থাকবেন শুবমান গিল। দলে নেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকেও। টেস্ট ও টি-টোয়েন্টিতে খেললেও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি এই বাঁহাতি ওপেনারের।
পুরোপুরি সেরে না উঠলেও দলে নেওয়া হয়েছে বুমরাকে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠের চোটে পড়েন তিনি। তবে সুস্থ হওয়ার ওপরই নির্ভর করছে তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সিরিজে ১৫১.২ ওভার বল করে সর্বোচ্চ ৩২ উইকেট নেন তিনি। হয়েছেন সিরিজ সেরাও। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না বুমরার। তাঁর পরিবর্তে এই সিরিজে খেলবেন হারশিত রানা।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাচ্ছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকেও। চোটের কারণে তিনিও লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেন শামি। এর পর গোড়ালিতে অস্ত্রোপচার হওয়ায় আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাঁকে। বুমরা ও শামির সঙ্গে পেস ইউনিটে আছেন আর্শদীপ সিং। তবে জায়গা হয়নি আরেক পেসার মোহাম্মদ সিরাজের।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পড়েছে ’এ’ গ্রুপে। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত। ’হাইব্রিড মডেলে’ তারা সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবেন রোহিত শর্মারা।
তার আগে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ৬ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
ভারত চ্যাম্পিয়নস ট্রফির দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh