জার্সিতে ‘পাকিস্তান’ লিখতে অস্বীকৃতি ভারতের, ক্ষুব্ধ পিসিবি

ভারত ও পাকিস্তানকে নিয়ে কী করবে ভেবেই পাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার বেধেছে নতুন বিপত্তি। ক্রিকেট পাকিস্তান আজ এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম না লেখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। তবে ভারতের কারণে পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক চিরশত্রু দেশ পাকিস্তান হওয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শুরুতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে প্রস্তাব দেয়, নিরপেক্ষ ভেন্যুতে তারা নিজেদের ম্যাচগুলো খেলবে। এর জন্য চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। 

এই সিদ্ধান্ত শুরুতে মেনে না নিলেও দুই দেশের বোর্ডের সঙ্গে আইসিসির বেশ কয়েকবার বৈঠকের পর পিসিবি রাজি হয়েছে হাইব্রিড মডেলে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলও ঘোষণা করেছে অংশ নেওয়া ৮ দল। ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। 

কিন্তু তার আগেই ভারতের আরও দুই সিদ্ধান্ত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে অধিনায়ক রোহিত শর্মাকে পাঠাচ্ছে না বিসিসিআই। ভারত অধিনায়ক অবশ্য অধিনায়কদের ফটোশুট ও প্রি-ইভেন্ট কনফারেন্সে যেতে চেয়েছিলেন। 

এর মধ্যে আজ জানা গেল, টুর্নামেন্টের জার্সিতে ভারত আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখবে না। রীতি অনুযায়ী আইসিসির টুর্নামেন্টে প্রত্যেক দলের জার্সিতে টুর্নামেন্টের বেজের অংশ হিসেবে জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকে, এমনকি সেটি যদি আয়োজক দেশের বাইরেও ম্যাচ হয়। 

উদাহরণ হিসেবে বলা যায়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত হলেও করোনা মহামারির কারণে সেটি হয় আরব আমিরাতে। তারপরও পাকিস্তানের জার্সিতে ভারতের নাম লিখতে হয়। 

কিন্তু ভারত চ্যাম্পিয়নস ট্রফির জন্য এবার এই রীতির বিরুদ্ধে যেতে চাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন অবস্থানের জন্য সমালোচনা করেছেন পিসিবির এক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে আসছে, যেটা খেলাটির জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানায়। তারা উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ককে পাঠাচ্ছে না। এখন তারা আয়োজক দেশের নাম জার্সিতে লিখতে চাচ্ছে না।’

এর জন্য আইসিসির কাছে পিসিবি আহ্বান জানিয়েছে টুর্নামেন্টেরে রীতির প্রতি সম্মান অক্ষুণ্ন রাখতে পদক্ষেপ নেওয়ার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh