ঢাকায় ফেরার প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এবার খুলনা টাইগার্সের দেওয়া বড় লক্ষ্যও টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রংপুর রাইডার্সের পাশে বসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
১০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ১৬। তবে তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে বরিশাল। দুই দলই চাইবে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে কোয়ালিফায়ারে খেলতে। ৮ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা। প্লে অফের জন্য বাকি দুই ম্যাচে জিততেই হবে তাদের। আর হার কামনা করতে হবে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা দুর্বার রাজশাহীর।
আজ অবশ্য জেতার জন্য বড় লক্ষ্যই দিয়েছিল খুলনা। মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৮৭ রান করে তারা। তবে বরিশাল জয়ের বন্দরে পৌঁছে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে। ডেভিড মালানের ৩৭ বলে ৬৩ জয়ের কাজটা সহজ করে দেয় বরিশালের। ম্যাচসেরাও হয়েছেন ইংলিশ ব্যাটার।
লক্ষ্য তাড়া করতে নেমে এবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার তাওহীদ হৃদয় (৭)। এরপর দ্বিতীয় উইকেটে মালানের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন ওপেনার ও অধিনায়ক তামিম (২৭)। এরপর মুশফিকুর রহিমের ১৭ বলে ২৪, মাহমুদউল্লাহর ১৩ বলে ২৪, ফাহিম আশরাফের ৬ বলে অপরাজিত ১৮ ও মোহাম্মদ নবীর ১০ বলে ১৫ রানের সুবাদে জয় তোলে নেয় বরিশাল। ৫ উইকেটে করে ১৮৮ রান।
এর আগে খুলনাকে লড়াইয়ের পুঁজি এনে দেন মোহাম্মদ নাঈম। ওপেনিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (২৯) সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন তিনি। নাঈম ২৭ বলে করেন ৫১ রান। শেষ দিকে ১২ বলে ২৭ রানের ক্যামিও উপহার দেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন। আরেক অপরাজিত ব্যাটার উইলিয়াম বোসিস্টো করেন ১৬ বলে ২০ রান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ক্রিকেট ফরচুন বরিশাল খুলনা টাইগার্স
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh