আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। একদিন পর বর্ষসেরা ক্রিকেটারও হলেন জসপ্রীত বুমরা। ভারতীয় পেসার জিতেছেন আইসিসির স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার।
২০২৪ সাল দারুণ কেটেছে বুমরার। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে টেনেছিলেন একাই। ৯ ইনিংসে নিয়েছিলেন ৩২ উইকেট। ভারত হারলেও সিরিজ সেরা হন তিনি। সেই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি বর্ষসেরা টেস্ট দলেও জায়গা পান ৩১ বছর বয়সী পেসার।
গত বছর এই স্পিডস্টার লাল বলে ১৩ টেস্টে নেন সর্বোচ্চ ৭১ উইকেট। ইকোনোমি ২.৯৬, গড় ১৪.৯২। পিঠের চোটে পড়ে বুমরার ২০২৩ সালের প্রায় পুরোটা কেটেছে মাঠের বাইরে। সেই বছরের শেষ দিকে দলে ফেরেন তিনি। বল হাতেও স্বরূপে ফিরতে তাঁর সময় লাগেনি। ঘরে ও বিদেশে দিয়েছেন নিজের সেরাটাই।
এক পঞ্জিকাবর্ষে টেস্টে চার ভারতীয় ৭০-এর বেশি উইকেট নিয়েছেন। বুমরার আগে এই কীর্তি ছিল কপিল দেব, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিনের। তবে এক পঞ্জিকাবর্ষে টেস্টে ৭০+ উইকেট নেওয়া মোট ১৭ বোলারের সবার গড় বুমরার চেয়ে বেশি। গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। লাল বলের পাশাপাশি সাদা বলেও ধারাবাহিক ছিলেন বুমরা।
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরার প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। তবে এই তিন ব্যাটারের হাতে নয়, ভারতীয় পেসার নির্বাচিত হলেন স্যার গ্যারি সোবার্স পুরস্কারের জন্য।
পঞ্চম ভারতীয় হিসেবে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বুমরা। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) এই পুরস্কার জিতেছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ক্রিকেট আইসিসি জসপ্রীত বুমরা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh