টেস্ট খেলার সেঞ্চুরি করে থামছেন করুনারত্নে

গলে আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। এই টেস্ট দিয়ে শেষ হচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের সিরিজ সূচি। এরপর ১১ জুন লর্ডসের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

গল টেস্ট দিয়ে থামছেন দিমুথ করুনারত্নেও। অজিদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান ওপেনার। এটি হতে যাচ্ছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের ১০০তম টেস্টও।

করুনারত্নে সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন। সেই কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটার। গত সাত টেস্টে করুনারত্নে ১ ফিফটিতে করেছেন মাত্র ১৮২ রান। সেই ফিফটিটি এসেছে গত বছরের সেপ্টেম্বরে, নিউজল্যান্ডের বিপক্ষে।

২০১২ সালে গলেই টেস্ট অভিষেক হয় করুনারত্নের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের প্রথম ইনিংসেই ডাক মারেন তিনি। তবে পরের ইনিংসে খেলেন ৬০ রানের ইনিংস। শ্রীলঙ্কা সেই টেস্ট জেতে ১০ উইকেটে। 

৯৯ টেস্টে করুনারত্নে ১৬ সেঞ্চুরিতে করেছেন ৭১৭২ রান। সর্বোচ্চ ইনিংস ২৪৪, বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালে। টেস্টে লঙ্কানদের অন্যতম ব্যাটিং স্তম্ভ হলেও করুনারত্নে খেলেছেন ৫০ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টিও। ওয়ানডেতে তাঁর একমাত্র সেঞ্চুরিটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে। 

টেস্টে গত দশকের সবচেয়ে ধারাবাহিক ওপেনারদের একজন করুনারত্নে। সাদা পোশাকে তিনি প্রথম সেঞ্চুরিটি করেন ২০১৪ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে। ২০১৫ সাল থেকে ধারাবাহিক ব্যাটিংয়ে টেস্টে লঙ্কানদের স্থায়ী ওপেনার হয়ে ওঠেন করুনারত্নে। 

২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টে করেন ১৯৬ রান। ২০১৯ সালে পান লঙ্কানদের নেতৃত্ব। একই বছর তাঁর নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। সেই সঙ্গে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতার কীর্তি গড়ে লঙ্কানরা। 

ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে করুনারত্নে ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা পান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh