১১৩০ দিন পরে নেই কোহলি

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ফিট খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় বিরাট কোহলিকে। ফিটনেস ধরে রাখতে কত কিছুই না মেনে চলেন ভারতীয় ব্যাটার। সেই কোহলিই কিনা চোটের কারণে খেলতে পারছেন না?

নাগপুরে আজ শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। হাঁটুর চোটে পড়ায় প্রথম ম্যাচে নেই কোহলি। টসের আগে এমনটাই জানান রোহিত শর্মা। ভারতের অধিনায়ক জানান, হাঁটুর চোটে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেই কোহলি। 

কোহলির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটানোর পর এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো ২৩ বছর বয়সী ওপেনারের। অভিষেক হয়েছে পেসার হারশিত রানারও। 

কোহলির ক্যারিয়ারে চোট বিরল ঘটনা। শেষ কবে চোটের কারণে খেলতে পারেননি তিনি? সেটি জানতে ফিরতে হবে বছর তিনেক আগে। ২০২২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি খেলেননি পিঠের চোটে পড়ায়। ১১৩০ দিন পর চোটের কারণে আরেকবার এই ডানহাতি ব্যাটারকে থাকতে হচ্ছে একাদশের বাইরে। 

কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত বড় সংগ্রহ করতে দেয়নি ইংল্যান্ডকে। টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৪৭.৪ ওভারে অলআউট হয়েছে ২৪৮ রানে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh