স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম
নানা অঘটন ও নাটকীয়তার পর পর্দা নামতে চলেছে বিপিএলের ১১তম আসরের। টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিটাগং কিংস।
মিরপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
ফাইনালের আগে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে বরিশালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে চিটাগং। যেখানে চিটাগং একবার হারাতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নদের। বাকি দুইটিতেই হারতে হয়েছে তাদের।
এ নিয়ে টানা দ্বিতীয় আসরের ফাইনাল খেলছে বরিশাল। সবমিলিয়ে সবশেষ চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল।
অন্যদিকে, ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল চিটাগাং কিংস। সেবার হতাশা নিয়ে ফিরলেও এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় শামিম-ইমন-খালেদরা। অন্যদিকে, তামিমের সামনে রয়েছে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে রেকর্ড গড়ার সুযোগ।
ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা।
অন্যদিকে, চিটাগাংয়ের একাদশে রহস্যময় স্পিনার আলিস-আল ইসলামের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হলো, তার পরিবর্তে একাদশে নাঈম ইসলামকে নিয়েছে চিটাগাং। এ ছাড়া তাদের একাদশে আর কোনো পরিবর্তন নেই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh